ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৩:৩৬ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩০টি কোম্পানি। এসব কোম্পানির ১০৩ কোটি ৮৬ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৩৮ হাজার ৩৩৬টি শেয়ার ৬৭ বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৯ কোটি ৪৪ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ৯টি ট্রেডে ১৯ লাখ ৪৩ হাজার ১৫০টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে আলহ্বাজ টেক্সটাইল লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৭ হাজার ৫০০টি শেয়ার।

আরও সংবাদ