আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করে বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় তাকে দৌড় দিতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় এ ঘটনা ঘটে।
এদিন বিকেলে আনিসুল হককে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। শুনানি শেষে আদালত আনিসুল হককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থি আইনজীবীরা আনিসুল হককে কিল-ঘুষি দিয়ে ধাওয়া করলে পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে জেলা কারাগারে নিয়ে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, গত বছরের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার সরকার পতনের পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী মাদ্রাসা ছাত্র হাফেজ সোলায়মান। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোলায়মানের মৃত্যু হয়।
[114303]
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, এ ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত সোলায়মানের ভগ্নিপতি শামীম কবির। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দিপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়।