অভিনেতা ইরেশ যাকেরের নামে মামলা নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা নিয়ে আইন উপদেষ্টা বলেন, “মামলা করতে কোনো বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারেন। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশে মামলা করছে কিনা বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত মামলা কারা করছে তার খোঁজ নিতে সাংবাদিকদের আহ্বান জানাই।
একই সঙ্গে আইন উপদেষ্টা জানান, সারা দেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে। যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না। মামলা হলেই গ্রেপ্তার নয়; নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয়।
এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনে সঙ্গে ছিল, তার নামে মামলা হওয়া বিরক্তিকর। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা সরকার করেনি। প্রকৃত ঘটনা তদন্ত করে পুলিশ সত্য উদঘাটন করবে।”
মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, “মামলা করেছেন একজন লোক। সবাই মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ কেউ অপব্যবহার করছে।”
উল্লেখ্য, জুলাই আন্দোলনে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে ২০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার আবেদন করেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী।
[114286]
ওইদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।