রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার হওয়া সেই নারীকে খুঁজছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
এ ঘটনাটি আশপাশের সিসিটিভিতে ধরা পড়ে। ইতিমধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে। চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেয় ভ্যানিটি ব্যাগটি। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা।
পরে আশপাশে থাকা কয়েকজনকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকিরা নারীর দিকে এগিয়ে যান। পরে ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়।
এ বিষয়ে ডিএমপির রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি আমরা জানি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং তদন্ত শুরু হয়েছে।”
তিনি আরও জানান, এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে ওই নারীরও সন্ধান করা হচ্ছে।