কক্সবাজারের সাবেক এমপি ধানমন্ডি থেকে গ্রেপ্তার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৪:৩৩ পিএম
গ্রেপ্তার জাফর আলম। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

[114244]

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”