রাজধানীর মোহাম্মদপুরের উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার (২১) এপ্রিল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে মোহাম্মদপুর-বসিলা সড়কের পাশে থাকা শত শত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের মোহাম্মদ জোনের সহকারী কমিশনার (এসি ) মো. আসলাম সাগর বলেন, বিকেল থেকে সেনাবাহিনীর সহায়তায় ট্রাফিক পুলিশের মোহাম্মদপুর জোন ও মোহাম্মদপুর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়েছে। এ সময় সড়কের পাশে থাকা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এখন থেকে নিয়মিতই এই সড়কে মনিটরিং করা হবে। আর কোনো অবৈধ দোকান বাসার সুযোগ দেওয়া হবে না।
যৌথ বাহিনীর এই উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন মোহাম্মদপুরের বাসিন্দারা। তারা চান নিয়মিত বিষয়টি দেখভাল করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যাতে আর কখনোই সড়কটিতে অবৈধ দোকান বসতে না পাড়ে।