সংস্কারের মূল উদ্দেশ্য ফ্যাসীবাদ যেন প্রতিষ্ঠা না পায়: আলী রিয়াজ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ১১:৩৯ এএম
আলী রিয়াজ। ছবি: সংগৃহীত

সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। সোমবার (২১ এপ্রিল) সকাল দশটায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে এ কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ।

তিনি আরও বলেন, সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।

এসময় কমিশনে গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য দলটির প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান তিনি।

আজ অধ্যাপক ড. আলী রিয়াজের সভাপতিত্বে মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের তিন সদস্যের প্রতিনিধি অংশ নিয়েছে।