বাংলাদেশে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ চলতি এপ্রিল মাসেও ইতিবাচক ধারা ধরে রেখেছে। মাসের প্রথম ১৯ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৭১ কোটি ৭২ লাখ মার্কিন ডলার, যা টাকায় প্রায় ২১ হাজার কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড় হিসেবে প্রতিদিন এসেছে প্রায় ৯ কোটি ডলার বা ১ হাজার ১০৩ কোটি টাকা।
রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৮ কোটি ৫৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ডলার।
এপ্রিলে রেমিট্যান্সের এই গতি অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল মাত্র ২ বিলিয়ন ডলার।
চলতি বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩২৯ কোটি ডলার, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে এসেছিল ২৬০ কোটি ডলার।
[113914]
বাংলাদেশ ব্যাংক জানায়, অবৈধ উপায়ে অর্থ পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কারণে হুন্ডি চ্যানেল ব্যবহার কমেছে। এর ফলে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে।