আরেক দফা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড, ভরিপ্রতি বাড়ল কত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১১:০০ এএম
ছবি : সংগৃহীত

সোনার দাম যেন এখন লাগামহীন ঘোড়ার মতো। ছুটছে তো ছুটছেই। প্রতিনিয়ত বাড়ছে মূল্যবান এ ধাতুর দাম। এর কারণ হিসেবে দেশীয় ব্যবসায়ীরা বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ার কথা বলছেন।

সেই ধারাবাহিকতায় শনিবার দেশের বাজারে আরেক দফা সোনার দাম বেড়েছে। এবারে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। তাতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। অর্থাৎ দেশের বাজারে আবার নতুন রেকর্ড হয়েছে সোনার দামে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে সোনার দাম বাড়ানোর কথা জানিয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে আবার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম রোববার (২০ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত বুধবার সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। আজ পর্যন্ত দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায়।

রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৮৩১ টাকা দাম বাড়বে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।