জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে যা বলল ডিএমপি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৫:৩৬ পিএম
ডিএমপির লোগো। ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও সমমনা বিভিন্ন সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। জনসাধারণকে এসব বিষয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা (ছাত্রলীগ) কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু–এক মিনিট মিছিলের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে বিবৃতিতে সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।