রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে অটোরিকশায় তরুণীর সামনে বসে অশোভন অঙ্গভঙ্গি করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এক শিক্ষার্থী গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশায় তার মুখোমুখি বসা এক বয়স্ক ব্যক্তি বারবার অশোভন অঙ্গভঙ্গি করছেন।
ওই ছাত্রী জানান, তিনি ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে বড়ভাঙা যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন এবং সেসময় এ ঘটনা ঘটে। অটোরিকশা থেকে নামার পর তিনি এ বিষয়ে জিজ্ঞাসা করলে ওই বৃদ্ধ ঘটনাটি অস্বীকার করেন।
পুলিশের ফেসবুক পোস্টে আরও জানানো হয়, ভিডিও দুটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে ওই ব্যক্তিকে শনাক্ত করে এবং গ্রেপ্তার করে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু রয়েছে। হটলাইন নম্বরসমূহ হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এ নম্বরগুলো দিনরাত ২৪ ঘণ্টা কার্যকর থাকে।