অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’
ওই স্ট্যাটাসে প্রেস সচিব বৈশাখের আনন্দ শোভাযাত্রায় উপস্থাপিত ফ্যাসিস্টের মোটিফকে ইঙ্গিত করেছেন বলে ধারণা করছেন নেটিজেনরা। ওই পোস্টের মন্তব্যের ঘরে তারা শোভাযাত্রার ফ্যাসিস্টের মোটিফের ছবি সংযুক্ত করে নানা ধরনের মন্তব্য লিখেছেন।
এর আগে শফিকুল আলম বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে সবাই একত্রিত হয়ে, সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে হয়ে নববর্ষ পালন করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল যে সব জাতি-গোষ্ঠী, আমাদের বাংলাদেশে যারা আছেন, পাহাড়ি ভাই-বোন বা সমতলের ভাই-বোন, সবাই মিলে আমরা এবারের নববর্ষকে বরণ করব। তারা বিজু করেছেন, বৈসু করেছেন, সাংগ্রাই করেছেন, আমরা বৈশাখ করছি। একসঙ্গে সবাই মিলে বর্ষবরণ করছি। খুবই সুন্দর, নির্মল পরিবেশে। সকাল ৬টা থেকে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ।’
প্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি, বাংলাদেশের যে অশুভ পরিবেশ, জরা দূর হোক, বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক।’
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর নববর্ষের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সে লক্ষ্যে তৈরি করা হয়েছিল ফ্যাসিস্টের মুখাবয়ব। তবে আগুন দিয়ে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ককশিট দিয়ে তৈরি করা হয় আরেকটি মুখাবয়ব। সেটিই আজকের আনন্দ শোভাযাত্রায় উপস্থাপন করা হয়েছে।