ডিবি প্রধান মল্লিককে সরিয়ে প্রজ্ঞাপন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০২:৩০ পিএম
রেজাউল করিম মল্লিক। ফাইল ফটো

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের (ডিবি প্রধান) পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

[113566]

আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে তার নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলে উল্লেখ করা হয়েছে।