অবশেষে কমলো সোনার দাম, বুধবার থেকে কার্যকর

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৯:০৪ পিএম
সোনার দোকান। ছবি : সংগৃহীত

চার দফা বাড়ানোর পর দেশের বাজারে সোনার দাম কমার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বুধবার (৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের তথ্যানুসারে, ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকায়।

[113351]

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকায়।