থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৯:৩৮ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূস।

শুক্রবার ( এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন তিনি।

এর আগে গত এপ্রিল ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে অবস্থানকালে প্রতিবেশী দেশের বেশ কয়েকজন সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।