গুলশানে ফুডপান্ডার রাইডারের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৯:০৬ পিএম

রাজধানীর গুলশান থেকে নিলয় গায়েন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ফুডপান্ডার রাইডার ছিলেন।

বুধবার ( এপ্রিল) দিবাগত রাতে গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিলয় গায়েন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে। তিনি গুলশান কালাচাঁদপুরের ওই মেসে ভাড়া থাকতেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআই রাজু জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের একটি মেসের রুম থেকে নিলয় গায়েনে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজু আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি-না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।