গুলশান-বনানীর সড়ক ব্যবহারে ট্রাফিকের নতুন নির্দেশনা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৬:০০ পিএম

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

বুধবার (২ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়,
১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।

৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহনসমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।