কেন তাদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়, জানালেন পিপি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৩:১৬ পিএম
ছবি : সংগৃহীত

বুধবার (১২ মার্চ) সকাল ৯টা ৩৯ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে। তাদের প্রত্যেকের ডান হাতে লাঠি। তাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

সালমানের দুই হাত পেছনে। দুই হাতেই পরানো হাতকড়া। পলকেরও দুই হাত পেছনে, দুই হাতেই পরানো হাতকড়া।

পলকের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম। সুলাইমান ও আতিকের দুই হাত পেছনে, পরানো হাতকড়া।

সুলাইমানের পেছনে সাবেক সিনিয়র সচিব মহিবুল হক মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। তার পেছনে দুই হাত। দুই হাতেই পরানো হাতকড়া।

মহিবুল হকের বাঁ পাশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলের সাফি মুদ্দাসসির খান জ্যোতি দাঁড়ানো ছিলেন। তাঁরও পেছনে দুই হাত, পরানো হাতকড়া।

সালমান, পলক, আতিকুল, মহিবুলদের মাথায় পুলিশের হেলমেট। হেলমেটের সামনের অংশ গ্লাস দিয়ে ঢাকা। আর প্রত্যেকের বুকে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট।

মাথা নিচু করে সালমান, পলক, আতিকুল, মহিবুলরা আদালত ভবনের নিচতলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন।

আদালতকক্ষের সামনে নেওয়ার পর তাদের প্রত্যেকের মাথা থেকে পুলিশের হেলমেট খুলে নেওয়া হয়। যখন তাঁদের প্রত্যেককে কাঠগড়ায় তোলা হয়, তখন দুই হাত পেছনে নিয়ে যে হাতকড়া পরানো ছিল, তার এক হাতের হাতকড়া পুলিশ খুলে দেয়। তখন সালমান, পলক, আতিকুল, সুলাইমান ও মহিবুলরা মাথা নিচু করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকেন।

রামপুরা থানায় দায়ের করে একটি হত্যা মামলায় সাফিকে রিমান্ডে নেওয়ার বিষয় যুক্তি তুলে ধরেন পিপি ওমর ফারুক ফারুকী। তিনি আদালতকে বলেন, এই আসামি চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি পুলিশে নিয়োগ–বাণিজ্যে জড়িত ছিলেন। তাঁরা পিতা স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে তিনি একটি গ্যাং তৈরি করেছিলেন।

বুধবারও (১২ মার্চ) সালমান, পলকদের দুই হাত পেছনে নিয়ে উভয় হাতে হাতকড়া পরিয়ে আদালতে তোলা প্রসঙ্গে পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, ‘ইদানীং সালমান, আনিসুলসহ বেশ কয়েকজন আসামিকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলার বিষয়টি আমার নজরে এসেছে। মূলত বেশ কয়েকজন আসামি হাজতখানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচু করে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দিতে চান। তারা যাতে হাত উঁচু করে এ ধরনের কথাবার্তা না বলতে পারেন, সে জন্য তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হচ্ছে।’