নামের আগে ‘ডাক্তার’ লেখা নিয়ে যে রায় দিলেন হাইকোর্ট

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০১:১৭ পিএম
ডাক্তার। ফাইল ফটো

বিডিএস ও এমবিবিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১২ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

[112126]

রায়ে হাইকোর্ট বলেছেন, “এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।”