দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটি গণপদযাত্রা ঠেকিয়ে দিয়েছে পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেডে ধাক্কাধাক্কি করলে পুলিশ কয়েক দফা লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছায়। সেখানেই এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল থেকে ছোট-ছোট মিছিল নিয়ে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।
এরপর দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের সড়ক থেকে সরে যান। তারপর তারা আবার জাদুঘরের সামনে অবস্থান নেন।
[112082]
এরপর বিকেল পৌনে তিনটার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। শিক্ষার্থীর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।