৩০ জুন থেকে পদ্মা সেতুতে যান চলবে 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৩:০৩ পিএম

পদ্মাসেতু দিয়ে যান চলাচল ২০২২ সালের ৩০ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

সোমবার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পদ্মাসেতুর কাজ ৮৭ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি আগামী ৩০ জুন (২০২২) বা তার আশেপাশের সময়ে যান চলাচলে খুলে দেওয়া হবে।” 

সভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে এ তথ্য জানানো হয়।  

জেলা পরিষদ (সংশোধন) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

মেয়াদ শেষে পদ ছাড়তে হবে দেশের সব জেলা পরিষদ চেয়ারম্যানদের—এমন বিধান রেখে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২১’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

একইসঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রাখা হচ্ছে সংশোধিত এই আইনে।