দেশের প্রকৃত নদীর তালিকা চেয়েছেন হাইকোর্ট

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০২:২২ পিএম

দেশে প্রকৃত নদীর সংখ্যা কত তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সব নদীর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আগামী ৬ মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং দেশের সব জেলা প্রশাসককে সংশ্লিষ্টদের মাধ্যমে এ রিপোর্ট দাখিল করতে হবে।”