চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৪:৩৯ পিএম

চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শাহীন রব্বানী, স্বপন দাস ও পারভেজ মোশারফ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল-সিম, মানি রিসিভসহ বেশি কিছু কাগজ জব্দ করা হয়।

জানা যায়, শাহীন রব্বানী ড্রাগন শিল্ড সিকিউরিটি সলিউশন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বাকিরা তার অধীনে চাকরি করেন। বেশ কিছুদিন ধরে এই চক্র ফেসবুকে কর্মী নিয়োগের প্রলোভন দেখিয়ে অনেক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।

সুজন পাল নামের এক চাকরি প্রত্যাশী ভুক্তভোগী বলেন, “আমার বাসা টাঙ্গাইলে। আমাকে স্বপ্নতে চাকরি দেওয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে টাকা চাওয়া হয়। আমি কিছু টাকা দিয়েছি, এরপর আরও টাকা চাওয়া হয়। আমার মতো অনেকে অফিসে এসে টাকা প্রতিনিয়ত দিচ্ছে বলে জানতে পারি। সরল বিশ্বাসে চাকরির আশায় অনেকে আমরা টাকাও দিয়েছি, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।”

স্বপ্নের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের প্রধান মাসুম বিল্লাহ বলেন, “২০১৯ সাল থেকে এই চক্রটি অনলাইনের মাধ্যমে উত্তরা হাউজ বিল্ডিং, বাড্ডা নতুন বাজার, মোহাম্মদপুর ও সাভার এলাকায় স্বপ্নের লোগো ব্যবহার করে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল। স্বপ্নতে যোগদান করতে কোনো অর্থ নয়, যোগ্যতা প্রয়োজন। উত্তরা পূর্ব থানার ডিসি, ওসি, এসিসহ পুরো টিমকে স্বপ্নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিবুল্লাহ জানান, “দীর্ঘদিন ধরে এই চক্রটি কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি আমাদের থানা জানতে পারে, এরপর ঘটনাস্থলে অভিযুক্তদের তথ্য-প্রমাণের ভিত্তিতে আটক করা হয়। রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা করা হয়।”