জরুরি বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৬:২৭ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফাইল ফটো

রাজধানীসহ সারা দেশে চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে আহ্বান জানানো হয়েছে।

[105156]

এর আগে বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি বৈঠক করে। এরপর আলোচনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও নির্বাহী সদস্য মাহিন সরকার।