ভারতীয় আধিপত্য বিস্তারের মূলহোতা আখ্যা দিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকা বয়কটের দাবিতে আবারও পত্রিকাটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে আন্দোলনকারীরা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও আন্দোলনকারীরা প্রথম আলোর সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে।
[105160]
আন্দোলনকারীরা কী দাবি জানিয়ে অবস্থান নিয়েছে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, “আন্দোলনকারীদের দাবিটা আসলে কী সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না।”
এর আগে রোববার (২৪ নভেম্বর) দুপুরে কাওরান বাজারে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন।
ওই দিন বিক্ষোভকারীরা জানিয়েছেন, ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে প্রথম আলো ও ডেইলি স্টার। ফলে তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
এদিকে বিক্ষোভকারীদের এই কর্মসূচির কারণে রাজধানীর বৃহত্তম কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটিতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে।
পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।