সাগরে লঘুচাপের শঙ্কা, যেমন থাকবে আবহাওয়া

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ১১:৩৯ এএম

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও আগামী কয়েক দিন অস্থায়ীভাবে সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে কক্সবাজারে শুক্রবার (২২ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার ও আগামীকাল রোববার (২৪ নভেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরদিন সোমবার (২৫ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া আজ শেষ রাত থেকে আগামীকাল রোববার ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরের দুদিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।