স্বস্তি নেই সবজির বাজারে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১২:৪৬ পিএম

শীতের সবজি এসে গেছে বাজারে। সাধারণত এই সময়টায় কমতে থাকে সবজির দাম। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, পুরনো আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ১৩০ টাকা। ফুলকপি ৫০ টাকা পিস, বাঁধাকপি ৫০ টাকা পিস, লাউ ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচের কেজি ১৬০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ১৬০ টাকা কেজি, ঢেঁড়শ ১০০ টাকা কেজি, জালি ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

শিম ১২০ টাকা কেজি, মুলা ৭০ টাকা, শালগম ১৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।