সিইসি ও ৪ ইসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০২:৫৭ পিএম
নির্বাচন ভবন। ছবি : সংগৃহীত

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ ছাড়া আরও চার নির্বাচন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্য একটি প্রজ্ঞাপনে চার কমিশনারের নিয়োগের বিষয়টিও জানানো হয়েছে।

[104808]

চার কমিশনাররা হলেন  মো. আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত);  আবদুর রহমানেল মাসুদ, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত); বেগম তাহমিদা আহমেদ, যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত); ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।