শিশু মুনতাহা হত্যা : ৪ আসামির পাঁচ দিন করে রিমান্ড

সিলেট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৭:৫১ পিএম
আদালত প্রাঙ্গণে আসামিরা। ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) খুনের ঘটনায় চারজনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ) আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল এই আদেশ দেন।

চার আসামি হলেন, কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীমা বেগম ওরফে মার্জিয়া (২৫), তার মা আলিফজান বেগম (৫৫), একই গ্রামের ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)। তারা সবাই শিশু মুনতাহার প্রতিবেশী।

আদালত সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে চার আসামিকে আদালতে নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন জিহাদ ভূইয়া আসামিদের ৭ দিনের করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

[103936]

মুনতাহা সিলেটের কানাইঘাটের বীরদল ভারারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। রোববার (১০ নভেম্বর) ভোররাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।