কলাবাগানে ছাত্রী ধর্ষণ-হত্যা: দিহানের বিরুদ্ধে চার্জশিট

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৯:৪৮ পিএম
ফাইল ছবি

রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় ইফতেখার ফারদিন দিহানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। বুধবার (১০ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. খালেদ সাইফুল্লাহ গত ৮ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। 

তদন্ত কর্মকর্তা বলেন, “আসামি দিহানের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।”

গত ৭ জানুয়ারি কলাবাগান থানা এলাকায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়, পরে সে মারা যায়। ঘটনার রাতেই ভুক্তভোগীর বাবা মো. আল আমিন বাদী হয়ে কলাবাগান থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা করেন। প্রথমে মামলাটি কলাবাগান থানা-পুলিশ ও পরে তদন্ত করে পুলিশ ব্যুরো অব অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার ইফতেখার ফারদিন দিহান গত ৮ জানুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে দিহান কারাগারে।