সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৯:০৭ এএম

সিএনজিচালিত বাসের ভাড়া অপরিবর্তিত রেখে শুধু ডিজেলেচালিত বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু সারা দেশে সব বাসের ভাড়া বাড়িয়ে দেওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ে। যাত্রীদের সুবিধার্থে সিএনজিচালিত বাসের সামনে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে। এ ব্যাপারে ইতোমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ।

বিআরটিএ কর্তৃপক্ষ আরও জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে বাস-মিনিবাসে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে যৌথ অভিযান শুরু করা হবে। 

ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত রোববার (৭ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে শুধু ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ায় সরকার। সিএনজিচালিত বাসের জন্য বর্ধিত ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে সরকার।