দ্বন্দ্ব

সুহিতা সুলতানা প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০১:৫৩ পিএম

এই নীরবতা আর কিছু নয় নীল দ্রাঘিমায় 
অরণ্যের মুখোমুখি বসে থাকা। স্মৃতিভ্রষ্ট
হলে অভিজ্ঞানচ্যুত হতে হয় দ্রুত। কোনো
মুক্তি নেই অনুকরণে। শিকড়হীন মানুষই
যুক্তিহীন, প্রক্রিয়ার প্রতিপক্ষে দাঁড়ায়। এই
যে তুমি জ্ঞানহীন শূন্যতায় অনাব্য নদীতে
ভেসে বেড়াও সেখানে সাময়িক আধিপত্য
থাকলেও বুদ্ধি ও বিবেকের কোনো মুক্তি
নেই। বিবেকের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা
কতটা প্রাসঙ্গিক হতে পারে মস্তিষ্ক ও বেঁচে
থাকার জন্য তা-ও আজ বিবেচ্য বিষয়। 
শব্দের তরঙ্গে ভাসে বোধ ও নির্মাণ। দ্বন্দ্ব 
ও সুরার গোলকধাঁধায় মগজ খুলে খুলে
পড়ে। মানুষের সপক্ষে দাঁড়ালে অভূতপূর্ব
ভাবে একাকিত্ব গ্রাস করতে থাকে ক্রমশ
আজকাল মনও হাওয়ার সাথে অদৃশ্য হতে 
থাকে। ইতিহাস ভেঙে চূর্ণ করে যারা, তারা
অমৃত বোঝে না। তারা বোঝে বিষ ও শূন্যতা