তোমার অপেক্ষায় প্রহর গুনছিলাম…

অমিত বণিক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৮:০৪ পিএম

ফেব্রুয়ারি মাসের শুরুতে বাঁধন জানতে পারে মা হবে। আনন্দে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। করোনার ডামাডোলে ভয়ে কুঁকড়ে কোনোমতে দিন পার করতে থাকে।
...
কিছুদিন ধরে প্রায় রাতে বাঁধন স্বপ্ন দেখে সন্তানকে দুধ খাওয়াতে যাচ্ছে কিন্তু শিশুটি খেতে পারছে না। মনের মধ্যে ভয় হয় তার।
...
অনেক অপেক্ষার প্রহর কাটিয়ে আজ বাঁধনের স্বাভাবিক ডেলিভারি হলো। একটু পরেই সন্তানকে দুধ দেবে।

ডেলিভারি বেডে শুয়ে বাঁধন অপেক্ষা করছে কন্যাশিশুর কান্নার। কোনো আওয়াজ না পাওয়ায় কষ্ট করে মাথা তুলতেই বুঝতে পারে কারণটি। ফুটফুটে একটা শিশু শুয়ে আছে একটু দূরে। নার্স যখন কন্যাসন্তানকে কোলে তুলে দিলেন, তখনই সব সংশয় দূর হলো।