অপেক্ষা তবু । মেঘ অদিতি

মেঘ অদিতি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:০০ পিএম

পৃথক অরণ্য ছুঁয়ে আমরা চলেছি দূরে
ছবি থেকে মুছে দিয়ে ছায়া…

স্তব্ধতাখচিত পথ
বেজে ওঠে অকস্মাৎ সংরাগের সুরে
বিচ্ছেদ ধূসর রাতে ঢেউ জেগে
অহেতু ভাসিয়ে নেয় অভ্যাসের নীলে…

বলি সঙ্গোপনে, শোনো—
সহজ কথারও আছে অসহজ দিন
ধরো একদিন, দ্বিধাহীন, মেঘ
কপিশ জমিনে নেমে আসছে দ্রুত…

বিমূর্ত মূর্তির ঢঙে নিচু স্বরে সেদিনও কি
গানের ভাষার পাশে ফুলের নিহিত বীজে
রেখে যাবে শোকস্তব্ধ তুমি জোনাকের ঘ্রাণ!