বঙ্গবন্ধু

গোলাম কিবরিয়া পিনু প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৭:২২ পিএম

আমরা তখন হিম-চাদরে যেন ঢেকে যাচ্ছিলাম—
গিরিসংকটেও ছিলাম,
এর মধ্যে থেকেও—পাকিস্তানি শাসক ও বণিকেরা আমাদের 
জোর করে টেনে তুলে নিয়ে
—নিলামে তুলছিল!
আমাদের বদ্বীপ—দীপহীন হয়ে গেল!
আলোহীন হয়ে
ঘুটঘুটে সময়ে—
আমরাও নিমজ্জিত হই! 
সেই সময়ে সমুদ্রের তল থেকে এসে
শিলা ও বরফ ভেদ করে
আমাদের পাশে দাঁড়ালেন— 
তামা গলানোর এক সাহসী মানুষ!
আর তখনই আমাদের মানচিত্র আর তামাটে থাকল না,
স্বর্ণসূত্রমিশ্রিত উত্থানে—
মানসম্পন্ন হয়ে
মানমর্যাদা নিয়ে
মাথা উঁচু করে জেগে উঠল। 
সেই থেকে আমাদের প্রিয় নদীগুলো
সমুদ্রের অভিমুখে যাত্রা শুরু করল 
—পলিমাটিও ছড়াতে লাগল!