তবুও অসীম পথে

নাসিমা হক মুক্তা প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৫:৩০ পিএম

তৃষ্ণাগুলো স্পর্শ করে পৃথিবীর চর
খুঁজে ফিরে আসি বারবার
তুমি—আমি জন্মের পর থেকেই
অদৃশ্য দূরত্ব—
এই স্বাদের জীবন অকারণে মরেই গেছে
কফিনের সাদা পৃষ্ঠায় পোড়া পতঙ্গের ছাই নিয়ে
শুয়ে থাকি—সর্বস্তরের ভেতর!

আত্মার কাছাকাছি যে বিরহ বাজে
সেখানে প্রিয় এক মুখ—পালক ছড়িয়ে ওম দেয়—
খোলা বাজারের মাঝখানে
যদিওবা মানুষের পথ ফোরায়,
তবুও অসীম পথে 
ভালোবাসা জাগ্রত থাকে খুব গোপনে-গভীরে!