মানুষ মরে প্রতিদিনই মরে যায়;
বিবেকের কাছে
নিজের অসহায়ত্ব অক্ষমতার কাছে
হেরে যায়, মিছেমিছি শ্রেষ্ঠত্বের কাছে।
তবুও মানুষ বাঁচে
চরম অপমানে বাঁচে,
যুক্তিতে বাঁচে, মরে মুক্তিতে বাঁচে
তবুও কেন জানি মানুষগুলো
হারতে চায় না!?
মরার প্রতিযোগী মনে
বার বার মরে যায়
মানুষ যে মরতে পারে না!
ঘৃণা অপমানের ঠিকানায়
ইতিহাসের পাতায় পাতায়
মানু্ষ যে, চিরকালই বেঁচে রয়।
তবুও মানুষ মরে যায়
তাকে যে মরে যেতে হয়!
ছলের কাছে, খলের কাছে
বলের কাছে প্রাচুর্যের কাছে
মানুষ প্রাণীটি নিতান্তই অসহায়।
নীরবে একদিন
মানব প্রাণীটি
সত্যি সত্যি মরে যায়।