বইমেলায় তফাজ্জল হোসেনকে স্মরণ

তাহনিয়া ইয়াসমিন প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৯:১৭ পিএম

অমর একুশে বইমেলার ২৭তম দিন ছিল রোববার (১৩ মার্চ)। প্রতিদিনের ন্যায় এদিনও বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘তফাজ্জল হোসেন মানিক মিয়া : নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

এ সময় আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন দেলওয়ার হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন মোফাকখারুল ইকবাল, মো. মিনহাজ উদ্দীন এবং শেখ আদনান ফাহাদ।

প্রাবন্ধিক দেলওয়ার হাসান বলেন, “উপমহাদেশের সাংবাদিকতার ইতিহাসে তফাজ্জল হোসেন মানিক মিয়া এক অবিস্মরণীয় নাম। মানিক মিয়া ছিলেন এ দেশের সাংবাদিকতার দিকপাল এবং চল্লিশ-পঞ্চাশ ও ষাটের দশকের পূর্ববাংলার সংবাদপত্র জগতের পুরোধা মধ্যমণি ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ। একজন ধীমান, নির্ভীক, সাহসী, সৎ ও নিবেদিত সাংবাদিকতার সকল গুণাবলিই তিনি অর্জন ও ধারণ করেছিলেন সহজ-অনায়াসে। সারাজীবন স্বদেশপ্রেম ও সংবাদ-সেবিতায় তার সুস্পষ্ট প্রয়াস এবং প্রতিফলন ছিল লক্ষণীয়।”

আলোচকরা বলেন, “বাংলাদেশের গণমুখী-প্রতিবাদী সাংবাদিকতার নির্ভীক পথিকৃৎ ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। সততা, নিষ্ঠা ও দেশপ্রেম ছিল তার সাংবাদিকতার মূলমন্ত্র। স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অগ্রযাত্রায় অন্যতম সঙ্গী ছিলেন মানিক মিয়া। তাই মানিক মিয়াকে মূল্যায়ন করতে হলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রসঙ্গ অনিবার্যভাবে চলে আসে।”

এছাড়া সভাপতির বক্তব্যে আবেদ খান বলেন, “উদার, অসাম্প্রদায়িক ও রাজনৈতিক চেতনাসম্পন্ন নির্ভীক একজন সাংবাদিক ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তার সাংবাদিকতার ভাষা ছিল গণমানুষের ভাষা। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, একজন রাষ্ট্রনায়কসুলভ প্রজ্ঞাও তার ছিল।”

আগামীকাল সোমবারের অনুষ্ঠানসূচী

আগামীকাল সোমবার অমর একুশে বইমেলার ২৮তম দিন। সেদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যের আলোকবর্তিকা ও ড. মুহম্মদ এনামুল হক : জীবন ও সৃজন শীর্ষক আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে।

অন্যদিকে প্রবন্ধ উপস্থাপন করবেন হাকিম আরিফ ও সৌরভ সিকদার। এ সময় আলোচনায় অংশগ্রহণ করবেন আনোয়ারুল হক, ললিতা রানী বর্মন এবং মাসুদ রহমান। এতে সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক।