গাদলা

কুমার চক্রবর্তী প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৩:৩৬ পিএম

ভেবেছি বোধের কাছে ঋণী হব
এই দেশে, সায়াহ্নশোভায়, আজও কবিতারা আসে
প্রেম আসে বেলা-অবেলায়—
একগাল হেসে,
স্বাধিকারপ্রমত্ত আমি, অস্তিত্বপেলব আজ
গাদলা জীবন নিয়ে একা বসে থাকি
একটি ডাঙর পাখি উড়ে যায় নিজেরই আড়ালে
কেননা সে জেনে গেছে আত্মমর্মরতা,
—বলে, অন্ধকার পাতে মর্মরতা,

তাহলে কবিতা কাকে বলে:
বিস্ময়, আশ্চর্য, অনুবোধ!
যে গেছে সমুদ্রে সে-ই বুঝে নিক রহস্যের ভাষা
প্রতিটি স্থানই হোক প্রস্থানের বিন্দুলেখ
আর হোক না-দেখার দেখা,

যে অস্তিত্ব সদা জীবনপ্রবণ,
আজ এই গাদলা জীবনে
তাই কবিতারা থাকুক অলেখা!