যুদ্ধ কী করব আমি!

রনি অধিকারী প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৬:৪০ পিএম

দিনের গভীরে দিন, রাতের গভীরে যত রাত
প্রতিটা নক্ষত্র হবে আমাদের অনাবিল মৃত্যু...
এখন সূর্যের আলোয় পোড়া কাঠ, অঙ্গারের কষ
যুদ্ধ কী করব আমি! হৃৎপিণ্ডে এতখানি শোক
নদী বক্ষে ভাসে লাশ, বন্ধ সব দরোজা-জানালা।
বাতাসে উৎকট ঘ্রাণ চারিদিকে সতত অস্থির
নিমেষেই হয়ে যেতে পারে কী শ্মশান! এখন যে
যুদ্ধ করে শত্রুর বিরুদ্ধে তারা মূলত সৈনিক,
হৃদয় গহীনে শুধু ক্রমশই শুনি তাদের স্পন্দন।
অবরুদ্ধ আমারই নিশ্বাস তারা টানছে বারবার
স্রেফ আমি যে বাঙালি, আমাকে একবার দ্যাখো।
বাঁচিয়ে রাখছি ইতিহাস, শুধু আমি একা...
তোমরা কোথায়? শোনো, এবার আমাকে ছুঁয়ে দ্যাখো।