নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১০:০৫ এএম

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণার কেন্দুয়ার কুতুবপুরে হ‍ুমায়ূন আহমেদের জন্ম। বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার এক ভাই কথাসাহিত্যিক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। অন্য ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্য লেখক।

হ‍ুমায়ূন আহমেদ তার দীর্ঘ চার দশকের সাহিত্যজীবনে অসংখ্য পাঠকপ্রিয় উপন্যাস উপহার দিয়েছেন। নির্মাতা হিসেবেও উপহার দিয়েছেন জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র। বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার মধ্যে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, হ‍ুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার উল্লেখযোগ্য।

দিবসটি উপলক্ষে আজ বিকাল ৪টায় বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক আহমেদ মাওলা ও সুমন রহমান।

এ ছাড়া তার নিজ জেলা নেত্রকোণায় হিমু উৎসবের আয়োজন করেছে তরুণ পাঠক ভক্তরা। প্রতিবারের মতো এবারও দিবসটিতে তরুণরা হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিকদের সঙ্গে নিয়ে আনন্দ হিমু উৎসবের প্রথমার্ধে শোভাযাত্রা বের করবে। পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্যনির্ভর সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আড্ডায় আড্ডায় লেখকের তৈরি নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য পরিবেশিত হবে। শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আড্ডায় আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক সম্পর্কে আলোচনা করবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিকরা।