বিশ্বের সবচেয়ে সুঠাম দেহের অধিকারী অনেকেই গিনেস বুকে রেকর্ড করেছেন। তবে সবচেয়ে কম উচ্চতায় সুঠাম দেহের অধিকারীর নাম কমই রয়েছে এই রেকর্ডে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হলেন আরও একজন। তিনি হলেন ভারতের বাসিন্দা প্রতীক বিঠল মোহিত।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী প্রতীক বিঠল মোহিতের উচ্চতা ৩ ফুট ৪ ইঞ্চি বা ১০২ সেমি। এই উচ্চতা নিয়েই তিনি সুঠাম দেহ বানিয়েছেন। অবশেষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্বের সবচেয়ে ছোট প্রতিযোগী বডি বিল্ডারে (পুরুষ) নিজের স্থান করে নিয়েছেন।
প্রতীক বিঠল মোহিত জানান, ২০১২ সালে প্রথম ব্যায়াম করা শুরু করেন। বডি বিল্ডার হওয়ার স্বপ্ন ছিল তার। এর জন্য় কঠিন সব শারীরিক কষ্টও সহ্য করেছেন। এক বন্ধুর পরামর্শে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন। গিনেস কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে মোহিতের দেহের মাপ নেন এবং তার দেওয়া তথ্য বিস্তারিত পর্যবেক্ষণ করেন। এরপরই তার নাম বিশ্বের সবচেয়ে ছোট বডি বিল্ডার পুরুষ হিসেবে ঘোষণা করা হয়।
প্রতীক বিঠল বলেন, "২০১৬ সালে একটি প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেই। সকালে ৩০ মিনিটের দৌড় আমার প্রতিদিনের রুটিন। দুই ঘণ্টা জিম করি। সন্ধ্যায় আবারও ৩০ মিনিট দৌড়াই এবং ২ ঘণ্টা জিম করি। পরিমিত এবং সবাস্থ্যকর খাবার খেয়েছি। ভবিষ্যতে নিজের একটি জিম খুলতে চাই। এটাই এখন স্বপ্ন।"
এর আগে ভারতের পাঞ্জাবের ২১ বছর বয়সী রোমিও এই রেকর্ড গড়েন। তার উচ্চতা মাত্র ২ ফুট ৯ ইঞ্চি এবং ওজন ছিল ৯ কেজি।