করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে সম্মুখসারির যোদ্ধা হয়ে শ্রম দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। সেবা দেওয়ার পাশাপাশি রোগীদের সাহস যোগাতে বিনোদনও দিচ্ছেন। কখনও নেচে, কখনও বা গান গেয়ে নিজের জায়গা থেকে অনেক স্বাস্থ্যকর্মীই শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। যা বেশ প্রশংসাও পেয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার স্বাস্থ্যকর্মীদের আরও একটি প্রতিভা সবাইকে মুগ্ধ করলো। সম্প্রতি করোনা ভ্যাকসিনের খালি বোতল দিয়ে ঝাড়বাতি বানিয়ে আলোচনায় উঠে আসেন এক নার্স।
ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এটি। ঘটনাটি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর। ওই নার্সের নাম লরা ওয়েস। তিনি মডার্নার ভ্যাকসিনের হাজার হাজার খালি বোতল জোগাড় করেন এবং তা দিয়ে অভিনব ঝাড়বাতি বানিয়েছেন।
বোল্ডার কান্ট্রি পাবলিক হেলথের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লরা ওয়েসের বানানো ওই ঝাড়বাতির ছবিটি শেয়ার করা হয়। যা মুহূর্তেই নজর কাড়ে সবার।
করোনা মহামারিতে সম্মুখসারির যোদ্ধা ও এই যুদ্ধে জয়ীদের উৎসাহ দিতেই তার এই সৃষ্টি বলে জানান এই নার্স। ঝাড়বাতির নাম দিয়েছেন 'লাইট অফ অ্যাপ্রিশিয়েশন'।
নামের ব্যাখ্যা দিয়ে লরা বলেন, “করোনা আক্রান্ত মানুষের চিকিৎসায় যারা কাজ করে চলেছেন, এমনকি টিকাকরণের সঙ্গে যুক্ত সবার প্রতি সম্মান জানাতে এই ঝাড়বাতি বানিয়েছি। এর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি আমরা আলোর মাধ্যমেই অন্ধকার থেকে মুক্তির স্বপ্ন দেখতে পারব।"
সূত্র: বিবিসি