ঘরবাড়ি পরিস্কার রাখতে হয় সারাক্ষণই। ঘরের ধুলোবালি পরিস্কার, আসবাবপত্র মোছা, ফ্যানের পাখা পরিস্কার করা সবকিছুই করতে হয়। ঘর পরিস্কার-পরিচ্ছন্ন থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে। সুস্থতাও নিশ্চিত হয়।
বর্ষার মৌসুম চলছে। এই সময় ঘর পরিস্কারে আরও যত্নশীল হতে হয়। কারণ বর্ষাকালে আসবাবপত্রে ছত্রাকের প্রলেপ পড়ে। কারণ এই মৌসুমে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। যা ছত্রাকের উপদ্রব বাড়িয়ে দেয়। যা থেকে আসবাবপত্র নষ্টও হয়ে যেতে পারে। তাই বর্ষা মৌসুমে আসবাবপত্রের যত্ন নিতে হবে আরও জোড়ালোভাবে। চলুন জেনে নেই, কীভাবে বর্ষা মৌসুমে কাঠের আসবাবপত্রের যত্ন নেওয়া যাবে।
প্রতিদিন আসবাবপত্র মুছে নিন। কোনোভাবেই ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয়বাষ্প টেনে আনে। যার ফলে ছত্রাকের উপদ্রব বাড়ে। ধুলো পরিষ্কার করতে ভিজে কাপড়ও ব্যবহার করবেন না।
বর্ষা মৌসুমে আসবাবপত্রগুলো ঘরে অন্যভাবে সাজান। দরজা কিংবা জানালা থেকে বেশ খানিকটা দূরে রাখুন। অনেক সময় দরজা বা জানালা দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকে যায়। যা আসবাবপত্রের গায়ে লাগলে স্যাঁতস্যাতে ভালো হয়। তখনই ছত্রাকের উপদ্রব বেড়ে যেতে পারে এবং সব নষ্ট হয়ে যেতে পারে। তাই আসবাবপত্র ঘরে এমনভাবে রাখুন যেন পানির স্পর্শ না লাগে।
বর্ষা মৌসুমের শুরুতেই আসবাবপত্রে বার্নিশ করে নিতে পারেন। দুই বছর পর পর বার্নিশ করে নিলে আসবাবপত্র ভালো থাকে।
অনেকসময় দেখা যায়, বর্ষাকালে কাঠের আসবাবপত্রের পাল্লা আঁটোসাঁটো হয়ে যায়। এক্ষেত্রে অনেকে তেল ব্যবহার করেন। কিন্তু এটি কাঠের ক্ষতি করে। বাজারে কিছু স্প্রে মোম পাওয়া যায়। সেটি ব্যবহার করে দেখতে পারেন। সমাধান পাবেন।
আসবাবপত্রের পায়ের তলায় কিছু দিয়ে রাখুন। নয়তো মাটি ছুটে থাকলে বাষ্প উপরে উঠে কাঠ নষ্ট করে দিতে পারে। সতর্ক হতে হবে আগেই।
এক কাপ অলিভ অয়েল আর চার ভাগের এক কাপ সাদা ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। আসবাবপত্র পরিষ্কার করে নেয়ার পর এই মিশ্রণ একটা নরম কাপড়ে ঢেলে ভালো করে মুছে নিন। কাঠের আসবাবপত্র ঝকঝকে থাকবে বহুদিন।