নীল চিংড়ি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ০৩:৫৮ পিএম

চিংড়ি সবার প্রিয় খাবার। বাদামি কিংবা লাল রঙের চিংড়ি সচরাচর দেখা যায়। কিন্তু নীল রঙের চিংড়ি দেখেছেন কখনও। অদ্ভূত সুন্দর দেখতে এই নীল রঙের চিংড়ি। যার দেখা মিলেছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের উপকূলে।

বিবিসি খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের বাসিন্দা লার্স জোয়ান লারসন নীল রঙের এই চিংড়িটি ধরেছেন। এরপর অদ্ভূত সুন্দর দেখতে এই চিংড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। ক্যাপশনে লিখেন, “পোর্টল্যান্ডের উপকূল থেকে এটি ধরা হয়েছে। তবে এটি পানিতেই ছেড়ে দেওয়া হলো, যেন নীল চিংড়িটি আরও বড় হতে পারে।“

টুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় নীল চিংড়ির ছবি। মুহূর্তেই প্রায় ৫ লাঁখেরও বেশি লাইক পড়ে। আর রিটুইট হয় প্রায় ৪৩ হাজার।

নীল রঙের চিংড়ির অস্তিত্বের কথা আগেই জানেন গবেষকরা। বিভিন্ন গবেষণাও হয়েছে দুর্লভ এই চিংড়ি নিয়ে। কেন এর রং নীল হয় এর পেছনের কারণও খুঁজেছেন। গবেষণা শেষে বিজ্ঞানীরা জানান, জিনগত কারণে এই চিংড়ির রং নীল হয়। এই চিংড়ির শরীরে অন্য চিংড়ির তুলনায় বিশেষ প্রোটিন বেশি থাকে। যার ফলে চিংড়িটির গায়ের রং নীল বর্ণের হয়।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এটি দুর্লভ প্রজাতির চিংড়ি। প্রতি ২০ লাখ চিংড়ির মধ্যে একটি চিংড়ির রং নীল হয়। 

যুক্তরাজ্যের স্থানীয় ইতিহাস নিয়ে কাজ করা সোসাইটি জারসিয়াসির মেরিন বায়োলজি সেকশনের প্রধান গ্যারেথ জেফরিস জানান, নীল রঙের চিংড়ির জিনগত বৈশিষ্ট্য অস্বাভাবিক।