সবচেয়ে খাটো পুরুষের বিশ্বরেকর্ড

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২২, ০৪:৫২ পিএম

বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ হিসাবে গিনেস বুকে নাম উঠেছে ডোর বাহাদুর খাপাঙ্গিরের। নেপালের এই বাসিন্দার উচ্চতায় ৭৩.৪৩ সেন্টিমিটার বা ২ ফুট ৪.৯ ইঞ্চি। 

চলতি বছর ২৩ মার্চ নেপালের কাঠমান্ডুতে গিনেস রেকর্ডসের জন্য তার উচ্চতা মাপা হয়। সেখানেই উঠে আসে তার বিশেষত্ব। খাটো পুরুষের মর্যাদা দিয়ে খাপাঙ্গি নাম গিনেস বুকে তোলা হয়। তার রেকর্ডের প্রশংসাপত্রটি তুলে দেন নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও ধনঞ্জয় রেগমি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিবেদনে জানা যায়, ১৭ বছর বয়সী খাপাঙ্গি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে সিন্ধুলি জেলায় থাকেন। সঙ্গে থাকে তার পরিবার। খাপাঙ্গির জন্ম ২০০৪ সালের ১৪ নভেম্বর। তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী। গ্রামের স্কুলে পড়ছেন। জন্মের সময় অন্য দশটি সাধারণ শিশুর মতোই ছিলেন। কিন্তু  সাত বছর বয়সের পর তার উচ্চতা বাড়েনি। এরপর বয়স বাড়লেও উচ্চতায় আটকে থাকে এই তরুণ।

এর আগে সবচেয়ে খাটো পুরুষেল খেতাবটি ছিল খগেন্দ্র থাপা মাগারের দখলে। নেপালের এই বাসিন্দার উচ্চতা ছিল মাত্র ৬৫.৫৮ সেমি বা ২ ফুট ১.৮ ইঞ্চি।

এদিকে বিশ্বের সবচেয়ে খাটো নারী হচ্ছেন জ্যোতি আমগে। তার উচ্চতা মাত্র দশমিক ৬৩ মিটার। তিনি ভারতের বাসিন্দা।