দাঁতে লিপস্টিক লেগে যাওয়া ঠেকাতে কী করবেন?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২২, ০১:১৮ পিএম

সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়োয় অফিস বের হতে হয় কর্মজীবীদের। হাতে সময় কম থাকায় অনেক সময় আয়নায় নিজেকে ঠিক করে দেখাও হয় না। অফিসে এসে খানিক কাজ মিটিয়ে একটু ফাঁকা সময় পেয়ে তারপর আয়না। তাড়াহুড়োয় করে লিপস্টিক দিতে গিয়ে পড়তে হয় আর এক বিড়ম্বনায়। লিপস্টিক ঠোঁটের চেয়ে বেশি দাঁতে লেগে যায়। এই সমস্যা মেয়েদের যেনো নিত্যদিনের সঙ্গী।

চলুন জেনে নেওয়া যাক কোন উপায়ে লিপস্টিক দাঁতে লাগা থেকে ঠেকাবেন-

লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করুন

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া থেকে বাঁচতে সবচেয়ে সহজ উপায় হল লিকুইড ম্যাট লিপস্টিক ব্যবহার করা। এই ধরনের লিপস্টিকগুলো ব্যবহার করলে দাঁতে লেগে যাওয়ার ভয় থাকে না।

টিস্যু ব্যবহার করুন

লিপস্টিক ব্যবহার করার পর একটি টিস্যু দিয়ে দুই ঠোঁটের মাঝে হালকা করে চেপে নিন। এতে ঠোঁটের লিপস্টিক ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না।

ব্যবহার করুন লিপ ব্রাশ

লিপস্টিক লাগানোর জন্য ব্যবহার করতে পারেন লিপ ব্রাশ। ব্রাশ দিয়ে লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটে ভালো করে লিপস্টিক বসে যায়।

লিপলাইনার ব্যবহার করুন

লিপস্টিক ঠোঁটে লাগানোর সময় বেশি সচেতন থাকা প্রয়োজন। প্রথম থেকেই সঠিকভাবে নিয়ম মেনে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁটের চারপাশে কিংবা দাঁতে ছড়িয়ে পড়বে না। এজন্য লিপস্টিক ব্যবহারের আগেই লিপলাইনার দিয়ে ঠোঁটের বর্ডার ঠিক করে নিন।