ঈদ আমেজ শুরু হয়েছে চারপাশে। রমজানের শেষ দিনের আগেই প্রিয়জনের কাছে ফিরেছেন সবাই। নাড়ির টানে গ্রামে ছুটে গেছেন অনেকে। রাজধানীর বাইরে এখন জমজমাট অবস্থা। কিন্তু ফাঁকা হয়ে গেছে পুরো রাজধানী। কর্মব্যস্ততাও থেমে গেছে। ভিড় কিছুটা দেখা যায় মার্কেটের এলাকাগুলোতে। সেখানে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এর বাইরে পুরো ঢাকা এখন নীরবতায় আচ্ছন্ন।
ফাঁকা রাস্তা। কর্মমুখী মানুষের ব্যস্ততা কম। কিন্তু ঈদের উৎসব আর ঘোরাঘুরি তো হবেই। বন্ধুদের সঙ্গে আড্ডা, স্বজনদের বাসায় ঘুরে বেড়ানো সবই হবে। আবার ফাঁকা রাস্তায় রিকশা নিয়ে ঘুরে বেড়ানোর মজাও উপভোগ করবেন অনেকে।
সন্ধ্যা বেলা থেকে জমে উঠবে খাবারের দোকানগুলো। বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে বাইরে খাওয়ার ধুম পড়বে ঈদের দিন থেকেই। এই আমেজ দুই থেকে তিনদিন তো থাকবেই। রাজধানীর বাইরেও থাকবে একই চিত্র। যার যার জায়গাতেই সবাই ঘুরে বেড়াবেন।
আপনিও কি ঈদের ছুটিতে বাইরে ঘুরতে যাচ্ছেন। তবে ঈদের ফাঁকা রাস্তায় কিছু সতর্কতা মেনে চলুন। কারণ, ঈদ আনন্দে একদিকে যখন সবাই মেতে উঠবে। অন্যদিকে অশুভ কিছু লোক সুযোগের অপেক্ষায় থাকবে। তাই এই সময়টাতে ছিনতাইসহ বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আগেই সতর্ক হোন। ঈদ ঘোরাফেরায় স্বস্তি পাবেন।