নবজাতকের নাম রেখেই আয় লাখ টাকা!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ১১:১৬ এএম

নবজাতক শিশুর জন্মের পর আনন্দের সীমা থাকে না। নবজাতকের প্রয়োজনীয় কী লাগবে, তাকে কে কী নামে ডাকবে তা নিয়েই হট্টগোল পড়ে যায়। অনেক বাবা-মা আদরের সন্তানের নাম রাখতে গিয়ে রীতিমতো দ্বিধায় পড়ে যান। এমনকি নিজের পছন্দের নাম রাখা নিয়ে মনোমানিল্যও কম হয় না। 

নবজাতকের নাম হতে হয় সুন্দর এবং অর্থবহ। সেই নামেই পরিচিতি পাবে সে। তাই সুন্দর নাম রাখতে একটু ভাবতে তো হবেই। সেই ভাবনাকে সহজ করতে এই দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন নিউয়র্কের এক বাসিন্দা। তার নাম টেইলর হামফ্রে। ৩৩ বছর বয়সী এই নারী নবজাতকের নাম রাখেন। এর বিনিময়ে টাকাও নেন। বলা যায়, নবজাতকের নাম রাখাকে পেশা করে নিয়েছেন এই নারী। এটিকে নিজের অর্থ উপার্জনের একমাত্র উপায় বলে জানিয়েছেন তিনি। যার মাধ্যমে লাখ টাকা আয় করতে পারেন।

মিরর সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে টেইলর হামফ্রে নবজাতকের নামকরণের এই ব্যবসা করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার পরিচিতি ছড়িয়ে পড়ে। নবজাতকের নামকরণে মাসে লাখ টাকা আয় করেন এই নারী। নিউইয়র্কের স্বনামধন্য ব্যক্তিরাও টেইলরের কাছে আসেন নবজাতকের নামকরণের জন্য।

টেইলর হামফ্রে বলেন, “নাম শুধুমাত্র পরিচয় বহন করে না, নিজেদের ব্যক্তিত্ব, পরিবারের সংস্কৃতিও এর মাধ্যমে বোঝা যায়। নবজাতকের নাম রাখার আগে তার বাবা-মা ও অন্যদের বিষয়ে তথ্য নেই। এরপরই নবজাতকের নাম ঠিক করি। কাজটি সহজ নয়। এটা অনেক বড় দায়িত্ব।“

টেইলর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করেন। নিজের অভিজ্ঞতাও সেখানে শেয়ার করেন। সবাই বেশ প্রশংসাও করে। এক নবজাতকের নামকরণে দেড় হাজার থেকে ১০ হাজার আমেরিকান ডলার পারিশ্রমিক নেন। নবজাতকের পরিবার তার দেওয়া নাম পছন্দ করেন।