২৬ মার্চ, স্বাধীনতা দিবস। সারাদেশ সেজে উঠেছে লাল-সবুজে। ঐতিহাসিক এদিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক দেন। বাঙালিরা তার ডাকে সাড়া দিয়ে ঝাপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। প্রতিবছর তাই এই দিনটিকে বাঙালি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে।
উৎসবমুখরভাবে দিনটি পালন করে বাংলাদেশের মানুষ। লাল-সবুজ পতাকার প্রতি সম্মান রেখে এই দিন ছোট-বড়, নারী-পুরুষ সবাই লাল-সবুজ রঙে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে সেজে ওঠে। ছুটির দিন হওয়ায় অনেকেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। বাড়িতেও থাকে আত্মীয় স্বজন-বন্ধুবান্ধবের আড্ডা। সবাই স্বাধীনতা দিবস উপলক্ষে পোশাক পরে এবং সেই মতো সেজেও উঠে। দিনটির সাজ-পোশাকের কেমন ছাপ হবে তা জানাব আজকের এই আয়োজনে_
স্বাধীনতা দিবসে নারীর সাজ যেমন হবে
যেকোনো দিবসে নারীরা শাড়ি পরতেই বেশি পছন্দ করেন। এদিন নারীরা লাল-সবুজ শাড়ি পরতে পারেন। যেহেতু গরম, তাই ব্লাউজের ক্ষেত্রে থ্রি-কোয়ার্টার বা ম্যাগি হাতা হবে মানানসই।
লাল-সবুজ শাড়ি পরতে না চাইলেও একরঙা শাড়ির সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণে ব্লাউজ পরুন। এ ক্ষেত্রে সাদা, ঘিয়া কিংবা কালো শাড়ির সঙ্গে মানানসই লাল কিংবা সবুজ ব্লাউজের হাতায় লেস বসানো হলে দেখতে আরও সুন্দর লাগবে।
যারা শাড়ি পরতে পছন্দ করেন না, তারা সালোয়ার-কামিজ অথবা লম্বা কুর্তি পরতে পারেন। পোশাকে লাল-সবুজ রাখতে না চাইলে রাখুন ওড়না, স্কার্ফ ও গয়নায়।
শাড়ি পরলে সাজের ক্ষেত্রে কপালে লাল-সবুজ টিপ পরুন। ইদানিং কাঠের ডিজাইন করা টিপ পাওয়া যায়। শাড়ির সঙ্গে দারুণ মানিয়ে যায় এ টিপ। দুই হাত সাজিয়ে তুলুন লাল-সবুজ চুড়িতে, খোঁপায় পরতে পারেন লাল ফুল।
গরমের সময় দিনের বেলায় মেকআপের ক্ষেত্রে বিশেষ নজর রাখুন। অবশ্যই সানব্লক ব্যবহার করবেন। বিবি ক্রিম বা ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করুন মুখে। কমপ্যাক্ট পাউডার ও হালকা ব্লাশন দিয়ে নিন। চাইলে কনটোরিং করতে পারেন।
চোখে মোটা করে কাজল, আইলাইনার, মাশকারা ব্যবহার করতে পারেন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক। ঠোঁটে মানানসই লিপস্টিক ব্যবহার করুন। অবশ্যই ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন। তাহলে মুখ কম ঘামবে।
গহনার ক্ষেত্রে গলায় পরতে পারেন পুঁথি, মাটি, কাঠ বা সুতার মালা। সঙ্গে মিল রেখে কানের দুল ও অন্যান্য গহনা। আঙুলে পরতে পারেন বড় মেটাল অথবা কাঠের আংটি।
স্বাধীনতা দিবসে পুরুষের সাজ
পুরুষরা স্বাধীনতা দিবসে বেছে নিতে পারেন পাঞ্জাবি বা টি-শার্ট। লাল বা সবুজ একটি টি-শার্ট পরে সঙ্গে একটি পতাকা বেঁধে নিতে পারেন কপালে বা হাতে। লাল-সবুজ ব্রেসলেটও ব্যবহার করতে পারেন। লাল-সবুজ সংগ্রহে না থাকলে শুধু লাল কিংবা শুধু সবুজও পরে নিতে পারেন। এ ছাড়াও স্বাধীনতা দিবসে জড়িয়ে নিতে পারেন লাল-সবুজ রঙের ফতুয়া।
স্বাধীনতা দিবসে শিশুর সাজ
গরমের সময় শিশুদের পোশাকের দিকে বিশেষ নজর রাখুন। আরামদায়ক পোশাক পরান। লাল-সবুজ রঙের ফ্রক, সালোয়ার-কামিজ পরাতে পারেন মেয়েকে। অন্যদিকে ছেলে বাচ্চাদের পাঞ্জাবি-পায়জামা, ফতুয়া ও টি-শার্ট পরাতে পারেন। গালে একে নিতে পারেন লাল-সবুজ পতাকার ট্যাটু।